1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা- বোলডোজার জব্দ - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা- বোলডোজার জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯ বার পড়া হয়েছে
আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারি এড়িয়ে পাহাড় কাটার মহোৎসব চলছে। একটি বিশেষ মহলের সহযোগিতায় মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে অবাধে চলছে এসব অনৈতিক কাজ।
এমন বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে অবৈধ পাহাড় কাটা বন্ধে মাঠে নেমেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গার পুরাতন বড়নাল এলাকায় পাহাড় কাটার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা সহকারী কমিমনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা আক্তার ববি।
এসময় অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে মো. ইয়াছিন নামে এক ব্যাক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধভাবে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি বোলডোজার জব্দ করা হয়েছে।
যে কোন ধরনের পাহাড় কাটা শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড় কেটে আসছে। এসময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত রুবাইয়াত ও রাকিবের মালিকানাধীন বোলডোজারটি জব্দ করে রাষ্ট্রের অনুকূলে মাটিরাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে। ভবিষ্যতে মাটিরাঙ্গায় কাউকে এক ইঞ্চি পাহাড় কাটতে দেয়া হবেনা বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ