পুনরায় মাটিরাঙ্গার মেয়র নির্বাচিত হলেন মো. সামছুল হক
প্রকাশিতঃ
রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
২২
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
সদ্য অনুষ্ঠিত খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২য় বারের মত জয়লাভ করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের নেতা মো. সামছুল হক। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৫৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম বিদ্রোহী প্রার্থী হিসেবে মোবাইল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৫৮ ভোট। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শাহাজালাল কাজল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭১০ ভোট।
এবারে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৩ জন, ৯টি ওয়ার্ড থেকে ৪০জন সাধারণ কাউন্সিলর ও ৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার ১৮ হাজার ৯৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮০৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১৫৯ জন।
নির্বাচনে ১৮ হাজার ৯৬৫ ভোটারের মধ্যে ১৩ হাজার ৪৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।