মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ও ‘‘মুজিব বর্ষে বৃক্ষ রোপন- সোনার বাংলার স্বপ্ন বপন” এই শ্লোগানকে ধারণ করে খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১১ জুলাই) গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের পঙ্খীমুরা পরিত্যাক্ত আর্মি ক্যাম্প এলাকায় এ বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। এসময় গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বৃক্ষ রোপণ কালে রিজিয়ন কমান্ডার পাহাড়ে ভূমি ধ্বস এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এসব রোপনকৃত চারাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত বৃক্ষ রোপন অভিযানে সিন্দুকছড়ি সেনা জোনের জোন কমান্ডার মো. লেফটেন্যান্ট কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক এবং অন্যান্য সেনা অফিসারগণ উপস্থিত ছিলেন।