নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় এক মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করেছে দীঘিনালা সেনা জোন।
রবিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদের হেডম্যান পাড়া গ্ৰামের বাসিন্দা মৃত মো. ইউনুছ মিয়ার স্ত্রী মোছা. মাজেদা বেগম (৫৪)কে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন মো. সাফায়েতুর রহমান এ আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা যায় যে, মাজেদা বেগম(৫৪) হেডম্যান পাড়ার বাসিন্দা। এই অসহায় নিরীহ মহিলা মানুষের বাড়িতে কাজ করে তার দিন চালাতো। বর্তমানে তিনি অসুস্থ হয়ে পড়ায় কোন কাজ কর্ম করতে পারছেননা। তার নিজের কোন জায়গা জমিও নেই যে জীবিকা উপার্জন করে চলবে। পাশাপাশি নিজের ভরন পোষন সহ বিভিন্ন সাংসারিক সমস্যা সমাধান করা তার পক্ষে সম্ভব হচ্ছেনা। তার পরিবারে জীবিকা উপার্জনের মত আর কেউ না থাকায় অতিকষ্টে মানবেতর জীবন যাপন করছে তিনি। এমতাবস্থায় বিষয়টি দীঘিনালা জোনের দৃষ্টিগোচর হলে, দীঘিনালা জোন অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ায়।
অসহায় মাজেদা বেগম আর্থিক সহায়তা পেয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই আর্থিক সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।
দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।