1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গা সেনা জোনের বিশেষ অভিযানে ইয়াবাসহ ১ জন আটক - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গা সেনা জোনের বিশেষ অভিযানে ইয়াবাসহ ১ জন আটক

  • প্রকাশিতঃ বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ সোলেমান বাদশা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে জোন সদরের দায়িত্বপূর্ণ এলাকায় রাত্রীকালীন টহল পরিচালনার সময় পৌরসভার ২ নং ওয়ার্ডের নবীনগরে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ১২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টহল দলের সেনা সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ী সোলেমান বাদশা (৩৫) পৌর ২ নং ওয়ার্ডের নবীনগর গ্রামের মৃত মজিদ লিডারের ছেলে। পরবর্তীতে মাদকদ্রব্য ইয়াবাসহ আসামিকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর এসকল বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনসাধারণ।
মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ (পিবিজিএম,পিএসসি,জি)
বলেন, অবৈধ মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত দেশের যুব সমাজকে ধ্বংস করছে। তারা মাদকের মাধ্যমে দেশকে হুমকির মুখে পতিত করছে। এসকল মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কখনো ছাড় দেওয়া হবে না। এ অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে সেনাবাহিনীর চলমান অভিযান আরো জোড়দার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ