1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রামগড়ের মেয়র নির্বাচিত হলেন রফিকুল আলম কামাল - আলোকিত খাগড়াছড়ি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রামগড়ের মেয়র নির্বাচিত হলেন রফিকুল আলম কামাল

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. রফিকুল আলম (কামাল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৮ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) মো. রফিকুল আলম (কামাল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন রামগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. রফিকুল আলম (কামাল) একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। তাই অন্য কোনো প্রার্থী মেয়র পদে না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় আজ তাদের মধ্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আগামী ২ নভেম্বর রামগড় পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মোট ভোটার ২০,৮৮৬ জন। নির্বাচনে কেন্দ্র ৯টি ও বুথ ৬৮টি।
পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ‘আসন্ন রামগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে অন্য প্রার্থী না থাকায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. রফিকুল আলম (কামাল)কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামী ২ নভেম্বর যেন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারি সেজন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ