1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রাত পোহালেই মাটিরাঙ্গা ও গুইমারার ১০ ইউপির নির্বাচন - আলোকিত খাগড়াছড়ি

রাত পোহালেই মাটিরাঙ্গা ও গুইমারার ১০ ইউপির নির্বাচন

  • প্রকাশিতঃ বুধবার, ১০ নভেম্বর, ২০২১
নিজস্ব প্রতিনিধি:
রাত পোহালেই খাগড়াছড়ির ১০ ইউপিতে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরমধ্যে জেলার মাটিরাঙ্গা উপজেলায় ৭টি এবং গুইমারা উপজেলায় ৩টি ইউনিয়নে এ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই স্তরের প্রতিনিধি নির্বাচনে সকাল আটটায় শুরু হবে ভোট গ্রহণ। কোনও বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে ঘিরে নানা আশঙ্কা থাকলেও নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। অনাকাঙ্খিত পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবারও দলীয় ব্যানারে হচ্ছে এই নির্বাচন। ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলার ইউনিয়ন সমূহ হলো,- মাটিরাঙ্গা সদর ইউনিয়ন, বেলছড়ি ইউনিয়ন, গোমতী ইউনিয়ন, আমতলী ইউনিয়ন, বড়নাল ইউনিয়ন, তবলছড়ি ইউনিয়ন ও তাইন্দং ইউনিয়ন। মাটিরাঙ্গায় মোট চেয়ারম্যান প্রার্থী ১৭ জন, সাধারণ সদস্য প্রার্থী ২০০জন এবং সংরক্ষিত মহিলা প্রার্থী ৫৫জন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ২৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ১১৩ জন এবং নারী ভোটার ৩১ হাজার ১১৫ জন। এ উপজেলার মোট ৬৪টি ভোট কেন্দ্রের ১৯৮টি বুথে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গুইমারা উপজেলার ইউনিয়ন সমূহ হলো,- গুইমারা সদর ইউনিয়ন, হাফছড়ি ইউনিয়ন ও সিন্দুকছড়ি ইউনিয়ন। গুইমারার তিন ইউপিতে মোট চেয়ারম্যান প্রার্থী ১০ জন, সাধারণ সদস্য প্রার্থী ৬৮ জন এবং সংরক্ষিত মহিলা প্রার্থী ২৬ জন। এ তিন ইউপিতে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৪৪জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭৬৫ জন। এ উপজেলার মোট ২৭টি ভোট কেন্দ্রের ১১৪টি বুথে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
খাগড়াছড়ি জেলা জেলা নির্বাচন অফিসার মো. ছাইদুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ ও বিজিবির মোবাইল টিমের পাশাপাশি ২ উপজেলায় ২জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও  ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ