1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
সবুজ পাহাড় বেষ্টিত খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলাস্থ দীঘিনালা সেনানিবাসের ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারে রিক্রুট ব্যাচ ২০২১ এর শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশিক্ষণ গ্রাউন্ডে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মনোমুগ্ধকর এই কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল সাকিল আহমেদ।
কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণকৃত নবীন সৈনিকগণ এ বছরের গত ৭ ফেব্রুয়ারি হতে প্রশিক্ষণ শুরু করে দীর্ঘ ৯ মাসের কঠিন প্রশিক্ষণ শেষে ১১ নভেম্বর মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখন্ডতা রক্ষার শপথ গ্রহণ করেন।
প্রধান অতিথি মেজর জেনারেল সাকিল আহমেদ নবীন সৈনিকদের উদ্দ্যশ্যে বলেন, ‘দেশ ও জাতির প্রয়োজনে কঠিন প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সেনাবাহিনীতে নিজেদের আলোকিত হবার সুযোগ রয়েছে। আদর্শ ও নির্ভীক সৈনিক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আত্মবিশ্বাস, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষ সেনা সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।’
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ফরমেশন এ্যাডহক ফরমেশন রিক্রুটিং ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে. কর্ণেল এহসানুল হক ভূইয়া। এ সময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, ডিজিএফআইয়ের ডিড কমান্ডার কর্ণেল খুরশিদ আলম, দীঘিনালা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তৌহিদুল ইসলাম সহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড হিসেবে মেজর মো. তুহিন রায়হান, প্যারেড এ্যাডজুটেন্ট হিসেবে ক্যাপ্টেন আসাদুজ্জামান মুরাদ, প্যারেড সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ হায়াতুন নবী দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরের ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ৩১৩ জন ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৬৫০ জন সহ সর্বমোট ৯৬৩ জন রিক্রুট নবীন সৈনিক হিসেবে পদাতিক কোরে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ শেষে নিজ নিজ ইউনিটে যোগদান করবে।
উল্লেখ, ২০১৬ সালের ১৭ জুলাই হতে ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এ রিক্রুট প্রশিক্ষণ শুরু হয়। অদ্যাবধি ৮টি রিক্রুট ব্যাচে ৭ হাজার ১৯৬ জন রিক্রুট এ সেন্টারে প্রশিক্ষণ সম্পন্ন করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ