নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে মা ও এক শিশু সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী মো. সোলেমান (২৯)কে আটক করেছে সিআইডি। ১০ জানুয়ারি হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
গত ৩ জানুয়ারি রামগড়ের পাতাছড়ার মধুপুর গ্রামে স্ত্রী পিংকি আক্তার ও ৪ মাসের শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর পলাতক ছিলেন স্বামী মো. সোলেমান।
ঘাতক স্বামী মোহাম্মদ সোলেমান (২৯) পেশায় একজন রাজমিস্ত্রি। সে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকার মোহাম্মদ জাহের মিয়ার ছেলে। নিহত পিংকি আক্তার একই এলাকার আব্দুল খালেক দুলালের মেয়ে। পিংকি আক্তারের নিহত শিশু সন্তান ছাড়াও ৪ বছর বয়সী আরও একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের ভাই ইমরান হোসেন সুজন বলেন, তার ঘাতক ভগ্নিপতি পরকীয়ায় জড়িত ছিল। এ নিয়ে বোনের সঙ্গে প্রায় সময় ঝগড়া হতো। গত ৩০ই ডিসেম্বর হত্যাকারী তার বড় মেয়ে সুলতানাকে (৪) এক আত্মীয়ের বাড়ি নোয়াখালীতে রেখে আসে এবং গত ৩ জানুয়ারি কোন এক সময়ে আমার বোন ও তার শিশু কন্যাকে হত্যা করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আব্দুল আজিজ বলেন, রামগড়ের স্ত্রী ও সন্তানকে হত্যাকারী পলাতক আসামি সোলেমানকে সিআইডি কর্তৃক গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার ঘটনা স্বীকার করেছে। তাকে খাগড়াছড়িতে আনা হচ্ছে, আসলে বিস্তারিত জানা যাবে।