রামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে ৭০ হাজার টাকা জরিমানা
প্রকাশিতঃ
শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
২৪
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পাহাড় খেকো এক ব্যাক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৪ জানুয়ারী) রাত ৮টায় রামগড়ের কালাডেবা এলাকায় স্কেভেটর দিয়ে পাহাড় কাটা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার। এসময় পাহাড় খেকো অভিযুক্ত রাকিবুুল হাসান রকি (২৫) কে ৭০ হাজার টাকা জরিমানা করেন তিনি। দণ্ডপ্রাপ্ত রকি পৌরসভার গর্জনতলী গ্রামের মো: আবুল কাশেম এর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার বিডি২৪লাইভকে জানান, পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় এক ব্যাক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটা বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’