1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে অভিযান- জরিমানা - আলোকিত খাগড়াছড়ি

রামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে অভিযান- জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পাহাড় খেকো এক ব্যাক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ডের নজিরটিলা নামক এলাকায় পাহাড় কাটা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার।
এসময় পাহাড় খেকো অভিযুক্ত মো. জসিম উদ্দিন (৫৫) কে ৬০ হাজার টাকা জরিমানা করেন তিনি। দন্ডপ্রাপ্ত জসিম উদ্দিন নজিরটিলার আব্দুল হকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার আলোকিত খাগড়াছড়ি কে জানান, পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় এক ব্যাক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটা বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ