নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী।
সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মজ্ঞ্যা কার্বারী পাড়ায় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা।
এসময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে দায়ী ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেয়া হয় এবং এ ধরণের অপরাধ আর করবে না মর্মে সংশ্লিষ্টদের থেকে মুচলেকা আদায় করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা আলোকিত খাগড়াছড়িকে বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি যে বাবুছড়ায় অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। পরে আমি সন্ধ্যায় পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হই। অভিযোগের সত্যতা পেলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়ের অভিভাবক ১৮ বছরের আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।’