1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালা জোন কর্তৃক অসহায় পরিবারের সন্তানদের স্কুলের ইউনিফর্ম ও ভর্তি ফি প্রদান - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালা জোন কর্তৃক অসহায় পরিবারের সন্তানদের স্কুলের ইউনিফর্ম ও ভর্তি ফি প্রদান

  • প্রকাশিতঃ সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোন কর্তৃক অসহায় পরিবারের সন্তানদের স্কুলের ইউনিফর্ম ও ভর্তি ফি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের থানাপাড়া গ্ৰামের বাসিন্দা লাকি রানী নাথ কে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোন এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট রাইয়ান আহম্মেদ অর্ণ তার সন্তানদের স্কুলের ইউনিফর্ম ও ভর্তি ফি প্রদান করেন।
জানা যায় যে, লাকি রানী নাথ দীঘিনালা উপজেলার থানাপাড়া এলাকায় বসবাস করেন।তিনি শারীরিক ভাবে অসুস্থ এবং তার স্বামী একজন দিনমুজুর। নিজস্ব জমি জায়গা না থাকায় অন্যের বাড়িতে ভাড়া থাকতে হয়।তাদের আয়ের অর্থে পরিবারের ভরণ পোষনের পাশাপাশি তাদের দুই সন্তানের স্কুলের ভর্তি  ফি ও স্কুল ইউনিফর্ম তৈরী কষ্টকর হয়ে পড়ে।এমতাবস্থায় বিষয়টি দীঘিনালা জোনের দৃষ্টিগোচর হলে, দীঘিনালা জোন অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ায়।
আর্থিক সহায়তা পেয়ে লাকি রানী নাথ বলেন, ‘এখন সন্তানগুলো সঠিকভাবে স্কুলে যেতে পারবে। তাছাড়া দীঘিনালা জোন সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। দীঘিনালা জোনের প্রতি আমরা কৃতজ্ঞ। এই আর্থিক সহায়তা পেয়ে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত।’
দীঘিনালা জোন এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট রাইয়ান আহম্মেদ অর্ণ  বলেন, ‘দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতে ও তা অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ