1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেট গোল্ডকাপ এর সমাপনী অনুষ্ঠিত - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেট গোল্ডকাপ এর সমাপনী অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
মো. আবদুর রউফ:
খাগড়াছড়িতে তৃতীয় বারের মত জেলা প্রশাসক টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে আনাস এগ্রো ফার্মকে ২৫ রানে হারিয়ে ইসলামপুর রেঁনাসা ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টায় খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ শেষে পুরষ্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটে টেস্ট মর্যাদা পেয়েছে। আমাদের মেয়েরা এবং যুব ক্রিকেট টিম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এসব সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের আন্তরিকতায়’। তিনি বলেন, ‘তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীল কাজকর্মে যুক্ত রাখতে হবে। এ জন্য প্রতিবছর এ ধরনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি।’
খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রতাপ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।
বক্তব্য রাখছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
সভাপতির বক্তব্য রাখছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘খাগড়াছড়ি খেলাধুলায় অত্যন্ত সমৃদ্ধ। জাতীয় ফুটবল দলে আমাদের ৩ জন খেলোয়াড় রয়েছে। ক্রিকেটেও খেলোয়াড় সৃষ্টির জন্য প্রতিবছর এ ধরনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন অব্যাহত রাখতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও ক্রিকেট টুর্নামেন্ট করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মো. আজহার আলী হীরা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. ইসমাইল হোসেন, বিসিবির জেলা কোচ ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মুজাহিদ বাবু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
খেলায় চ্যাম্পিয়ন ইসলামপুর রেঁনাসা ক্লাবের প্রধান অতিথির নিকট হতে ট্রফি গ্রহণ।
সমাপণী খেলায় প্রথমে ব্যাটিং করে ইসলামপুর রেঁনাসা ক্লাব ৮ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। এরপর ১৩২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করতে সক্ষম হন আনাস এগ্রো ফার্ম।
এর আগে গত ২৫ জানুয়ারি খাগড়াছড়ি জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসক টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ (৩য় আসর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
খেলায় রানার্স আপ আনাস এগ্রো ফার্মের প্রধান অতিথির নিকট হতে ট্রফি গ্রহণ।
জেলা ক্রীড়া সংস্থার তথ্যমতে, প্রথম দিনের খেলায় দীঘিনালা ক্রীড়া সংস্থা ও আনাস এগ্রো ফার্ম মুখোমুখি হয়। টূর্ণামেন্টে দীঘিনালা, রামগড় ও সদর উপজেলার উপজেলা ক্রীড়া সংস্থার ৩ টি দল সহ ১৪ টি দল অংশগ্রহণ করছে। ১৪ দলকে ৪ টি গ্রুপে ভাগ করে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। টূর্ণামেন্টে প্রতিদিন ২ টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম রাউন্ডের খেলা চলে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত। কোয়াটার ফাইনাল, ৯ ও ১০ ফেব্রুয়ারী সেমি ফাইনাল এবং ১৪ ফেব্রুয়ারী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ