নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে দুই শতাংশ জমিসহ নতুন করে ঘর পেলো আরও ৪৯৮টি পরিবার।
মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়্যালি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কার্যক্রমের অংশ হিসেবে আজ দুপুরে খাগড়াছড়ি জেলা সদর উপজেলা পরিষদের হলরুমে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দলিলসহ ঘর বুঝিয়ে দেন খাগড়াছড়ির সাংসদ ও টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এবং খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মো. আবদুল আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার উপস্থিত ছিলেন।
ঘরগুলো সদর উপজেলায় ৩৮টি, দীঘিনালায় ৬০টি, মহালছড়িতে ২৭টি, পানছড়ি ৮৭টি, মাটিরাঙায় ৫০টি, রামগড়ে ৭২টি, গুইমারায় ৪৫টি, মানিকছড়িতে ৩৫টি ও লক্ষ্মীছড়িতে ৮৪টি ঘর হস্তান্তর করা হয়েছে। এতে করে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর দেওয়া এসব উপহারের ঘরে ঈদ পালন করবে ৪৯৮টি পরিবার।
প্রকল্প সূত্রে জানা গেছে, প্রতিটি সেমি পাকা ঘরের জন্য ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে। দুই রুমের পাকা ঘরের সঙ্গে রান্নাঘর, বাথরুম ও একটি বারান্দা রয়েছে।
প্রসঙ্গত, দেশের কোনো মানুষ যাতে ভূমিহীন ও গৃহহীন না থাকে, সেজন্য আজ পাঁচ জেলায় ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেয়েছে ৪৯৮টি পরিবার। যার মধ্যে রয়েছে ভূমিহীন, গৃহহীন, ভিক্ষুক ও শারীরিক অক্ষম ব্যক্তিরা।