নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি দীঘিনালায় সেনা জোনের আয়োজনে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাগড়াছড়ি রিজিয়ন ও সেনা পরিবার কল্যাণ সংস্থার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১ মে) সকাল ১০টায় দীঘিনালা উপজেলাধীন ১ নং মেরুং ইউনিয়নের বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসময় এতিম ও অসহায় শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সেনা পরিবার কল্যাণ সংস্থার সহসভানেত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার সস্ত্রীক লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী ও মিসেস রেহনুমা মুনজুর।
মানবিক সহায়তা প্রদান কালে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ জাহাঙ্গীর আলম বলেন, খাগড়াছড়ি রিজিয়ন পাহাড়ি বাঙালী নির্বিশেষে সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, দীঘিনালা উপজেলার ১ নং মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র ও অসহায়। এই এলাকায় পাহাড়ি বাঙ্গালী নির্বিশেষে বসবাস করে। প্রত্যন্ত এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ ও দিনমুজুরি করে জীবিকা নির্বাহ করে থাকে। বছরের এই সময়ে কৃষিজমিতে কোন কাজ না থাকায় সাধারন মানুষের জীবিকা নির্বাহ দূর্বিষহ হয়ে পড়েছে। এহেন পরিস্থিতি পর্যালোচনা করে খাগড়াছড়ি রিজিয়ন ও সেনা পরিবার কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করে।
ত্রান সমগ্রী ও পোশাক বিতরন শেষে ১ নং মেরুং এলাকার চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি বাঙ্গালী নির্বিশেষ এই এলাকার সাধারন মানুষের মুখে হাসি ফোটাতে বদ্ধ পরিকর। বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।