খাগড়াছড়ির পানছড়িতে হত্যা মামলার আসামী উল্টাছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান বিজয় চাকমাকে গ্রেফতার করেছে পানছড়ি থানা পুলিশ।
শনিবার সন্ধ্যা পানছড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিজয় চাকমা নানিয়ারচর উপজেলায় ২০১৮ সালের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে জানিয়েছে পুলিশ।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃত বিজয় চাকমা রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’