1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মায়ের সাথে বিদ্যালয়ে আর যাবেনা ছোট্ট শিশু শ্রাবণ - আলোকিত খাগড়াছড়ি

মায়ের সাথে বিদ্যালয়ে আর যাবেনা ছোট্ট শিশু শ্রাবণ

  • প্রকাশিতঃ বুধবার, ১০ আগস্ট, ২০২২
মায়ের সাথে বিদ্যালয়ে আর যাবেনা ছোট্ট শিশু শ্রাবণ দেওয়ান (৬)।খাগড়াছড়ি পৌরসদরের খবং পুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে নার্সারিতে পড়তো শ্রাবণ দেওয়ান (৬)। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের গেইটের রেলিং ভেঙে পড়ে শ্রাবণ নিহত হয়েছেন। শ্রাবণের কথা স্মরণ করে বার বার মূর্ছা যাচ্ছেন তার মা বাসনা চাকমা।
নিহত শিশু শিক্ষার্থী স্বনির্ভর এলাকার প্রণয় দেওয়ানের সন্তান। সে প্লে নার্সারির শিক্ষার্থী ছিল। সকালে মা বাসনা চাকমার সাথে বিদ্যালয়ে প্রবেশ করার সময় গেইটে এই দুর্ঘটনার শিকার হয় এই ছোট্ট শিশু শিক্ষার্থী।
এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান এলজিইডি, বিদ্যালয় ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের দোষছেন স্থানীয়রা।
স্থানীয়রা বলেন, প্রায় ৫ মাস ধরে বিদ্যালয়ের গেইটের এই রেলিং ভেঙে ঝুলে আছে। কর্তৃপক্ষ তা মেরামত না করে একটি কাঠের খুঁটি দিয়ে ঠেস দিয়ে রেখেছে। কর্তৃপক্ষের অসচেতনার জন্যই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তারা
নিহত শ্রাবণ দেওয়ানের মা বাসনা চাকমা বলেন, সকালে আমি আমার সন্তানকে নিয়ে বিদ্যালয়ে যাই। গেইটের নিচে গেলে রেলিংটি ভেঙে আমার সন্তানের উপর পরে মাথায় আঘাত পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমার সন্তানকে মৃত ঘোষণা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনু চাকমা বলেন, ‘ঘটনার সময় আমি বিদ্যালয়ে ছিলাম না। আমরা বার বার ঠিকাদারকে বলেছি এটা ঠিক করে দেওয়ার জন্য কিন্তু তারা তা ঠিক করে দেয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান এই দুর্ঘটনার দায় এড়াতে পারেন না। তিনি জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জেনেছেন।
খাগড়াছড়ি সদর থানার ডিউটি অফিসার এস আই মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু নিহত শিশুর মৃতদেহ তার পিতার কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ