নিজস্ব প্রতিনিধি:
সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ ভাবে আসা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রী পিচসহ ১ ব্যক্তিকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
শনিবার (২৮ আগষ্ট) মধ্যরাতে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় অভিযান চালিয়ে জালিয়াপাড়া গামী একটি জাম্বুরা বাহী পিক-আপ গাড়ী (ফেনী ড ১১-০৫০৪) থেকে ৯টি বস্তাবর্তী ২১০ টি ভারতীয় শাড়ী ও ২৮০ পিচ ভারতীয় থ্রী পিচসহ পিকআপ চালককে আটক করা হয়। উদ্ধারকৃত শাড়ী ও থ্রী পিচের আনুমানিক মূল্য ১৪ লক্ষ ২৭ হাজার টাকা।
আটককৃত চালক মোঃ ইব্রাহিম মিয়া (২৪) রামগড় উপজেলার পাতাছড়া গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে। এসময় গাড়ীতে থাকা আরেক আসামী পালিয়ে যায়। পলাতক আসামীর নাম মোঃ ইসমাইল সে গুইমারা উপজেলার স্কুলপাড়ার বাসিন্দা আক্কাছ আলীর ছেলে।
রামগড় থানার (ওসি তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও একটি পিক-আপ সহ এক ব্যক্তিকে আটক করে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।