1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড় ৪৩ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী উদ্ধার - আলোকিত খাগড়াছড়ি

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা বিজিবি সেক্টরের আওতাধীন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোনের রামগড় বিওপির অভিযানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা বিভিন্ন প্রকার ২ শত পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। যার বাজার দর প্রায় ১০ লাখ টাকা।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ রামগড় বিওপিতে কর্মরত নায়েব সুবেদার শ্রী অসীম কুমার মারাক এর নেতৃত্বে বল্টুরামপাড়া নামক স্থান হতে এসব ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক এবং জোন কমান্ডার লে. কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, ‘আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ চোরাচালান এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে রামগড় বিজিবি সর্বদাই সোচ্চার রয়েছে। এ লক্ষ্যে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ