1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বিদ্যুৎ সাশ্রয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের অভিযান-জরিমানা - আলোকিত খাগড়াছড়ি

বিদ্যুৎ সাশ্রয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের অভিযান-জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
নিজস্ব প্রতিনিধি:
বিদ্যুৎ সাশ্রয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পৃথক ৬টি অভিযানে ৩৯টি মামলায় ৩৯ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফান উদ্দিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান এবং মো. তারিক। এসময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখার অপরাধে জেলা সদরে ২৬টি মামলায় ২৭ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও একই সময়ে উপজেলা পর্যায়েও ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে। রামগড় উপজেলায় ৫টি মামলায় ৫ হাজার টাকা, পানছড়ি উপজেলায় ৪টি মামলায় ৩ হাজার টাকা এবং মানিকছড়ি উপজেলায় ৪টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কেএম ইয়াসির আরাফাত বলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মহোদয় এর নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ে ৬টি অভিযানে ৩৯টি মামলায় মোট ৩৯ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিভিন্ন ধরনের দোকান ও বিপনি-বিতান রাত আটটার পর বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সবাইকে সচেতন হতে হবে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ