মো. আবদুর রউফ:
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা উপজেলার নয়মাইল এলাকার বেয়ারীং অনাথ আশ্রমের ৩৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নয়মাইল এলাকার বেয়ারীং অনাথ আশ্রমে এ মানবিক সহায়তা প্রদান করেন।
এ সময় দীঘিনালার জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল রুম্মন পারভেজ, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মো. জাহিদ হাসান, বেয়ারীং অনাথ আশ্রম এর সভাপতি, সেক্রেটারি সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
অনাথ আশ্রমের সেক্রেটারি চন্দ্র কিশোর ত্রিপুরা বলেন, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো পর্যন্ত সরকারী সহযোগিতার অভাবে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় অনেক চাহিদা পূরণ করা যাচ্ছে না। চলতি বছরে ৪ জন শিক্ষার্থী এস এস সি ও ২ জন শিক্ষার্থী এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে উর্ত্তীন্ন হয়েছে। তিনি আরো বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অনাথদের পড়ালেখাসহ অন্যান্য খরচাদি বহন অনেক সহজ হবে।
আয়োজকরা জানান, খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে বেয়ারীং অনাথ আশ্রমের ৩৯ জন আবাসিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল ও খাবারের জন্য ৫০, ০০০ হাজার টাকা প্রদান করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার।