1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সেনাবাহিনীর সহযোগিতায় দীঘিনালা-সাজেক সড়কে দূরপাল্লাসহ সকল যান চলাচল শুরু - আলোকিত খাগড়াছড়ি

সেনাবাহিনীর সহযোগিতায় দীঘিনালা-সাজেক সড়কে দূরপাল্লাসহ সকল যান চলাচল শুরু

  • প্রকাশিতঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৫ বার পড়া হয়েছে
মো. আবদুর রউফ:
চার দিন পর দীঘিনালা-সাজেক সড়কে সকল ধরনের যান চলাচল শুরু হয়েছে। খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর উপর নির্মিত সেতু ধ্বসে যাওয়ার পর সেতুর পাশে আরেকটি অস্থায়ী সেতু নির্মাণ করেছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে ২০ ইসিবি এই সেতুটি নির্মাণ করেন। সেতুর কাজ শেষ হওয়ায় শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে সকল যান চলাচল শুরু হয়েছে।
গত ৭ মার্চ একটি পাথরবোঝাই ট্রাক সেতু পাড় হওয়ার সময় সেতু ভেঙে নদীতে পড়ে যায়। এতে দীঘিনালা-সাজেক ও বাঘাইছড়ি সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। মাত্র ৪ দিনে বিকল্প সেতু তৈরি করে সকল যান চলাচল স্বাভাবিক করলো সেনাবাহিনী।
বাঘাইহাট থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাস শান্তি পরিবহনের চালক আব্দুল আজিজ জানান, ‘সেতুটি ভেঙে যাওয়ায় খুবই ভোগান্তিতে ছিলাম। সেনাবাহিনী দ্রুত আরেকটি সেতু নির্মাণ করে দেওয়ায় আমরা এখন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছি। এজন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।’
খাদ্যশস্য ব্যবসায়ী সুলতান জানান, ‘৪ দিন পর দীঘিনালা-সাজেক সড়কে আজ যান চলাচল স্বাভাবিক হয়েছে। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা খাদ্যশস্যগুলো নিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবো।’
বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্রিগেডের ২০ ইসিবি’র কর্মকর্তা মেজর আবু নোমান মো. মইনুল ইসলাম বলেন, গত ৭ মার্চ একটি পাথরবোঝাই ট্রাক পার হওয়ার সময় সেতুটি ভেঙে যায়। সব ধরনের যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা রাত-দিন কাজ করে খুব দ্রুত বিকল্প সেতু নির্মাণ কাজ শেষ করেছি। যেকোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সবার আগে সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে। তা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ