নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অফিসার্স ক্লাব এক ব্যতিক্রম উদ্যোগ বাস্তবায়ন করে নজির স্থাপন করেছেন। তারা ইফতার পার্টির পরিবর্তে আশ্রয়ণ প্রকল্পে আশ্রয় পাওয়া ১০২ টি অসহায় পরিবারের মাঝে ১ কেজি করে গরুর মাংস, সোয়াবিন তেল, পেঁয়াজ ও মসলা বিতরণ করে তাদের মুখে হাসি ফুটিয়েছে।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার বেতছড়ি ও জুরজুরি পাড়া দুটি বৃহৎ আশ্রয়ণ প্রকল্পের ১০২ টি গরীব অসহায় পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
জুরজুরি পাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হালিমা বেগম বলেন, ‘টাকার অভাবে গরুর মাংস খেতে পারিনা অনেক দিন হইছে। একসাথে এক কেজি গরুর মাংস পাবো এটা কল্পনাও করতে পারি নাই। স্যারেরা আমাদের গরুর মাংস, সোয়াবিন তেল, পেঁয়াজ, মাংসের মশলা দিয়েছে। আমরা এখন খুব খুশি।’
বেতছড়ি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছমেদ আলী বলেন, ‘গরুর মাংস শেষ কবে খেয়েছি মনে নাই। টাকা নাই মাংস খাবো কিভাবে? ইউএনও স্যাররা আমাদের গরুর মাংস দিয়েছে। রান্না করতে তেল, পেঁয়াজ, মসলা দিয়েছে। এখন রান্না করে খেতে পারবো।’
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি মো. আরাফাতুল আলম বলেন, ‘প্রতিবছরই তো ইফতার পার্টির আয়োজন করা হয়। এবার আমরা একটু ব্যতিক্রম উদ্যোগ নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টির পরিবর্তে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণের যে উদ্যোগ নিয়েছেন এতে আমরা অনুপ্রাণিত হয়েছি। ইফতার পার্টিতে যে টাকা খরচ হবে সে টাকায় আমরা ১০২ টি অসহায় গরীব পরিবারের মাঝে ১ কেজি করে গরুর মাংস, সোয়াবিন তেল, পেঁয়াজ, মসলা বিতরণ করেছি। উপকারভোগীরা খুবই খুশি হয়েছেন। তাদের মুখে হাসি দেখে আমরা খুশি হয়েছি। অসহায়দের পাশে দাঁড়ানোর আমাদের এ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।’
দীঘিনালা অফিসার্স ক্লাবের আয়োজনে এ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. কাশেম, ভাইস চেয়ারম্যান গণ, থানার অফিসার্স ইনচার্জ (ওসি), বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম ও সকল কর্মকর্তারা।