1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
প্রত্যাগত শান্তিবাহিনীর সদস্যদের মাঝে খাগড়াছড়ি রিজিয়নের নগদ অর্থ সহায়তা - আলোকিত খাগড়াছড়ি

প্রত্যাগত শান্তিবাহিনীর সদস্যদের মাঝে খাগড়াছড়ি রিজিয়নের নগদ অর্থ সহায়তা

  • প্রকাশিতঃ সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
পার্বত্য শান্তি চুক্তি পরবর্তীতে সন্ত্রাসী জীবন থেকে স্বাভাবিক জীবনে প্রত্যাগত ও সরকারের কাছে অস্ত্রসমর্পণকারী শান্তি বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন।
পার্বত্য অঞ্চলের বৃহত্তর সামাজিক উৎসব ‘বৈসাবি’ উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে সোমবার দুপুর ১২টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২০৩ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি।
বক্তব্য রাখছেন ২০৩ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ২০৩ পদাতিক ব্রিগেডের জিটু-আই মেজর মো. জাহিদ হাসান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রত্যাগত শান্তি বাহিনীর সদস্য শুভ মঙ্গল চাকমা এবং রবি শংকর তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি ডিজিএফআই ডেট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহ আলম সিদ্দিকী, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স’র অধিনায়ক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৯২ জন স্বাভাবিক জীবনে প্রত্যাগত অস্ত্রসমর্পণকারী শান্তি বাহিনীর সদস্য ও পরিবারের মধ্যে পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ