1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পাহাড়ের কৃতি সাংবাদিক পলাশ বড়ুয়া আর নেই - আলোকিত খাগড়াছড়ি

পাহাড়ের কৃতি সাংবাদিক পলাশ বড়ুয়া আর নেই

  • প্রকাশিতঃ বুধবার, ২ আগস্ট, ২০২৩
নিজস্ব প্রতিনিধি:
প্রথম আলোর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রতিনিধি ও দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য পলাশ বড়ুয়া (৪৫) মারা গেছেন। বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার সমরিতা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে গত ৩১ জুলাই (সোমবার) লংগদু উপজেলায় বেড়াতে গেলে বিকেলে  সাংবাদিক পলাশ বড়ুয়া হঠাৎ হিটস্ট্রোক করে। তাৎক্ষণিক প্রথমে লংগদু রাবেতা হাসপাতালে এরপর দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠালে অবস্থা গুরুতর দেখে সেদিনই রাতে উন্নত চিকিৎসার জন্য পলাশ বড়ুয়াকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। তখন শারীরিক অবস্থার আরও অবনতি হলে পলাশ বড়ুয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সমরিতা প্রাইভেট হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যার দিকে মারা যান বলে নিশ্চিত করেছেন স্বজনরা।
মৃত্যুকালে সাংবাদিক পলাশ বড়ুয়া স্ত্রী ও দুই পুত্র সন্তান, ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পলাশ বড়ুয়া দীর্ঘ দুইযুগ ধরে সাংবাদিকতার পাশাপাশি একাধারে কবি ও সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন। ছিলেন একাধিক সামাজিক সংগঠনের সমন্বয়ক। উপজেলার বাসীর কাছে মানবিক কলম যোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন তিনি।
মফস্বলে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গত বছরে খাগড়াছড়ি জেলাপ্রশাসক কতৃক প্রেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। এছাড়াও কর্মজীবনে অসংখ্য অর্জন, দায়িত্ববোধ ও মানবিক কাজের উদাহরণ রয়েছে তাঁর।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মরদেহ নিজ বাড়িতে আনার পর পারিবারিকভাবে ধর্মীয় নিয়ম অনুসারে সমাধি দেয়া হবে।
সাংবাদিক পলাশ বড়ুয়ার মৃত্যুতে জেলা, উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠন সহ সামাজিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ