শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
টানা কয়েকদিন ধরে দেশের অধিকাংশ জায়গায় ভারী বর্ষণ হচ্ছে। এতে খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামসহ বেশ কিছু জায়গায় বন্যা দেখা দিয়েছে। তবে এই বৃষ্টির প্রবণতা আগামী দুইদিনে আরো বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া এসময় সারাদেশে দিনের তাপমাত্রা হ্রাস পাবে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।