1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন - আলোকিত খাগড়াছড়ি

জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
মো. আবদুর রউফ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি বিজিবি সেক্টরের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ডের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে খাগড়াছড়ি ৩২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমদাদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় অসহায় দুস্থদের মাঝে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন। এসময় খাগড়াছড়ি ৩২ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে দুজন চিকিৎসক ২৫০ জন দুস্থ অসহায় মানুষের মাঝে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান এবং ঔষুধ সরবরাহ করেন। এ সময় গরীব অসহায় রোগীরা চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।
বিনামূল্যে ঔষধ পেয়ে খাগড়াছড়ি বাজার এলাকার বাসিন্দা সর্মিতা রায় বলেন, ‘আমার শ্বাসকষ্ট ছিল। বিজিবির পক্ষ থেকে টাকা ছাড়া ঔষধ পেয়েছি। আমাদের খুব ভাল লেগেছে।’
একই এলাকার বাসিন্দা আফতাব উদ্দিন বলেন, ‘বাহিরে একটা ডাক্তার দেখাতে গেলে ৫০০ টাকা ভিজিট দিতে হয়। আর আমরা এখানে ফ্রিতে ডাক্তার দেখিয়েছি আবার বিনামূল্যে ঔষধও পেয়েছি। এজন্য বিজবিকে ধন্যবাদ জানাই।’
ফ্রী মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন খাগড়াছড়ি ৩২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমদাদুল হক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি সেক্টরের উদ্যোগে আমরা অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ সরবরাহ করেছি। সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দূর্যোগে আমাদের এ মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ