1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বান্দরবানে কেএনএফ ও সেনাবাহিনীর গুলিবিনিময়, অস্ত্র উদ্ধার - আলোকিত খাগড়াছড়ি

বান্দরবানে কেএনএফ ও সেনাবাহিনীর গুলিবিনিময়, অস্ত্র উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের রুমায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সদস্যদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে কেএনএফ এর এক সদস্য। তার কাছ একটি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাঅং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কেএনএফ সদস্যের নাম বয়রাম বম (২৫)‌‌। তার বাড়ি উপজেলার ব্যাথেল পাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয়রা জানান সকালে কেএনএফ এর ৬/৭ জনের একটি সশস্ত্র দল জাঅং পাড়া এলাকায় চাঁদাবাজির জন্য যায়। সে সময় সেখানে সেনাবাহিনীর রুমা জোনের একটি টহল দল সেখানে উপস্থিত হলে উভয়পক্ষে গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে কেএনএফ এক সদস্য আহত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী জানিয়েছেন আহত ব্যক্তির পায়ে ও পেটে গুলি লাগে। সে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ঘটনার পর ওই এলাকায় জনগণ আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে এলাকায়।

এদিকে কেএনএফ এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির শান্তি আলোচনা চলার সময়েই এ ঘটনা ঘটলো। তবে কেএনএফ তাদের ফেসবুক পেইজে এ ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে এবং আহত ব্যক্তি তাদের কোন সদস্য নয় বলেও তারা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ