1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড়ে ভোক্তা অধিকার আইনে ৭টি দোকান ও আড়তে জরিমানা - আলোকিত খাগড়াছড়ি

রামগড়ে ভোক্তা অধিকার আইনে ৭টি দোকান ও আড়তে জরিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
নিজস্ব প্রতিনিধি: 
খাগড়াছড়ির রামগড়ে ভোক্তা অধিকার আইনে ৭টি মুদি দোকান ও আড়তে ভ্রাম্যমান আদালতে অভিযান চালানো হয়েছে। এসময় ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২১ সেপ্টম্বর) সন্ধ্যায় রামগড় বাজার ও সোনাইপুল বাজারে আলুর আড়ত ও মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।
মুদি দোকান ও আড়তে আলু পেঁয়াজ, ডিমসহ নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের কৃত্রিম সংকট রোধে এবং বেশি দামে বিক্রি করার অপরাধে ‘কৃষি বিপনন আইন ২০১৮’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর বিভিন্ন ধারায় ৫টি মুদি দোকান ও ২টি পাইকারী আড়তকে ৮৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহি ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন,সরজার কর্তৃক নির্ধারিত মূল্যে সবাইকে মানতে হবে। কিছু মুনাফালোভী ব্যবসায়ী আড়তে পণ্য রেখে খুচরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে চায়। বাজার মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ