1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ১২লাখ টাকার মাদকসহ চোরাকারবারি গ্রেপ্তার - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ১২লাখ টাকার মাদকসহ চোরাকারবারি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১২ লক্ষ টাকার বিদেশী মদ, ভারতীয় সিগারেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। আটক চোরাকারবারির নাম রানা শেখ (২০)। সে খুলনা জেলার মোড়লগঞ্জ উপজেলার হোগলা বুনিয়া ইউনিয়নের বাসিন্দা মো.জাকির হোসেন এর ছেলে। তার বর্তমান ঠিকানা ফেনী সদর উপজেলার রামপুর, সওদাগর বাড়ী, (জামাল উদ্দিন ছুট্টুর ভাড়াটিয়া)।
বৃহস্পতিবার দিবাগত রাতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর এর দিক-নির্দেশনায় খাগড়াছড়ি জেলায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাটিরাঙ্গায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক এসআই(নিঃ)/সুমন চন্দ্র নাথ ও সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ কামরুল আরেফিন চৌধুরী এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের শান্তি কাউন্টারের সামনে ৬৯ বোতল বিদেশী মদ ও ৩৯৪০ প্যাকেট ভারতীয় সিগারেট সহ মো.রানা শেখ (২০)কে গ্রেপ্তার করা হয়। যার সিজারমূল্য আনুমানিক ১১,৬৭,০০০/-(এগার লক্ষ ষাটষট্টি হাজার) টাকা।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘মাদক ও চোরাকারবার একটি দেশের উন্নয়নের অন্তরায়। মাদক সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক শৃঙ্খলা দুর্বল করে দেয়। আর মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কারনে দুর্বল হয় দেশের উন্নয়নের অগ্রযাত্রা। তাই সোনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশ দেশের অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তার জন্য সন্ত্রাস মুক্ত দেশ গঠনে সর্বদা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।’ তিনি বলেন, ‘এই দেশটা আমাদের সকলের। তাই এমন ঘৃনিত অপরাধ ও অপরাধীদের ছোবল থেকে দেশ কে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এসব মাদক এবং চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ