1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
অসহায়দের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়ন - আলোকিত খাগড়াছড়ি

অসহায়দের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়ন

  • প্রকাশিতঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
নিজস্ব প্রতিনিধি:
২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে অসহায় গরীব মানুষের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী ২০৩ পদাতিক ব্রিগেড সদর দপ্তরে এ সহায়তা প্রদান করেন। এসময় খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড মেজর মো. ইমরোজ মুনির, জিটু-আই মেজর মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন সহায়তা পেয়ে সোনিয়া আক্তার বলেন, ‘আমি সেলাইয়ের কাজ শিখেছি। আর্থিক অভাবের কারণে সেলাই মেশিন কিনতে পারছিলাম না। তাই খাগড়াছড়ি রিজিয়নে আবেদন করি। আজ সেলাই মেশিন হাতে পেয়ে খুব খুশি লাগছে। এখন কাপড় সেলাই করে নিজেই সংসারের হাল ধরতে পারব।’
আর্থিক সহায়তা পেয়ে নুরুন্নাহার বেগম বলেন, ‘অর্থের অভাবে চিকিৎসা করতে পারছিলামনা। পরে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে রিজিয়নে দরখাস্ত করি। এতে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে আমাকে ৬ মাসের চিকিৎসা খরচ দিয়েছে। আমি যে কি খুশি তা ভাষায় প্রকাশ করতে পারবো না।’
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী বলেন, ‘সেনাবাহিনী সদা সর্বত্র জনকল্যাণে কাজ করছে। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য সেলাই মেশিনের পাশাপাশি শিক্ষা, চিকিৎসায় ১৪ জন অসহায় গরীব মানুষের মাঝে ১ লাখ ৭৭ হাজার টাকা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ