1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৪ বার পড়া হয়েছে
মো. আবদুর রউফ:
খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা এবং দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সেপ্টেম্বর মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। কল্যান সভায় পুলিশ সদস্যদের শৃংখলা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। খাগড়াছড়ি জেলা পুলিশের সকল সদস্যের কল্যাণে পুলিশ সুপার সর্বদা বদ্ধ পরিকর।
এই সময় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট থেকে মেসের খাবার, আবাসন, রেশন, পরিবহন, ডিউটি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রস্তাবের বিষয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেন। তিনি সকল অফিসার ও ফোর্সকে পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, সদাচরন, পেশাদারিত্ব এবং আইন ও বিধি মেনে কাজ করার জন্য নির্দেশ দেন এবং আসন্ন শারদীয় দুর্গা পূজা ও প্রবারনা পুর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সমূহে আইন-শৃঙ্খলা পরিস্থিাত নিয়ন্ত্রণে সর্তকতার সহিত দায়িত্ব পালনে গুরুত্বপুর্ন  দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় খাগড়াছড়ি জেলা পুলিশের ৫ জন পুলিশ অফিসারকে অভিন্ন মানদণ্ডের আলোকে সেপ্টেম্বর মাসের কল্যাণ সভায় সম্মাননা ক্রেস্ট এর মাধ্যমে পুরষ্কৃত করা হয়।
সেপ্টম্বর মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরষ্কৃত হয়েছেন সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মো. সালেহ্, খাগড়াছড়ির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কৃত হয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে পুরষ্কৃত হয়েছেন মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক মো. শরীফ, শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরষ্কৃত হয়েছেন খাগড়াছড়ি সদর থানার এস আই (নিরস্ত্র) সুজন কুমার চক্রবর্তী, শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরষ্কৃত হয়েছেন মাটিরাঙ্গা থানার মো. জুয়েল রানা।
এছাড়াও প্রশংসনীয় কাজের জন্য আইজিপি কতৃক প্রাপ্ত ১০টি বিশেষ পুরষ্কার পুলিশ সুপার সংশ্লিষ্ট অফিসারদের মধ্যে বিতরণ করেন।
এরপর কল্যাণ সভা শেষে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সেপ্টেম্বর মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক অপরাধ পর্যালচনা সভায় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) ,জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ খাগড়াছড়ি জেলার সকল ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
এসময়  বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, মাদক উদ্ধার, পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার এবং চোরাচালান রোধে করনীয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যাবস্থা সহ অন্যান্য বিভিন্ন  বিষয় সংক্রান্তে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ