1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
মো. আবদুর রউফ:
খাগড়াছড়ির দীঘিনালায় ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ির আয়োজনে এবং ৪ই বেঙ্গল দীঘিনালা জোনের সার্বিক ব্যবস্থাপনায় দীঘিনালায় অসহায় গরীব হতদরিদ্র ৮৫ জন পাহাড়ি-বাঙ্গালী নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় দীঘিনালার বাবুছড়া ইউনিয়ন পরিষদে দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর নাহিদ হাসান পিএসসি উপস্থিত থেকে এ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন। এসময় আরএমও ক্যাপ্টেন মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
দীঘিনালা জোন থেকে জানানো হয়, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো সমস্যায় সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবিকতার দৃষ্টিতে এই ধরণের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ