1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে বাছাইয়ে বাদ গেলেন স্বতন্ত্র প্রার্থী, ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বাছাইয়ে বাদ গেলেন স্বতন্ত্র প্রার্থী, ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত

  • প্রকাশিতঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
নিজস্ব প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে খাগড়াছড়ি আসনে মনোনয়ন ফরম জমা দেন ৭ প্রার্থী। এর মধ্যে যাচাই-বাছাইয়ে মনোনয়ন ফরমে ভুল তথ্য থাকায় ১ প্রার্থীর মনোনয়ন বাতিল, মনোনয়ন ফরমে অসম্পূর্ণ তথ্য থাকায় ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং ৪ প্রার্থীর মনোনয়ন ফরমের বৈধতা ঘোষণা করেছে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান।
মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীরা।
রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী হলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সমির দত্ত চাকমা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছিলেন। স্থগিত হওয়া দুই প্রার্থী হলেন বাংলাদেশ তৃণমূল বিএনপির প্রার্থী উশেপ্রু মারমা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হাবীবুর রহমান।
যাদের মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, জাকের পার্টির প্রার্থী মো. হোসেন ও ন্যাশনাল পিপলসের প্রার্থী মো. মোস্তফা।
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা, পৌর মেয়র, বিভিন্ন ব্যাংক কর্মকর্তাসহ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান বিলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে সাধারণ ভোটারের দেয়া তথ্যে সত্যতা পাওয়া যায়নি তাই এটা বাতিল করা হয়েছে। অপর দুজনের মনোনয়ন ফরমে তথ্য অসম্পূর্ণ থাকায় তাদের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। নির্দিষ্ট সময়ের ভিতরে চাইলে তারা তাদের বৈধতা নিয়ে আপিল করতে পারবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ