1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পানছড়িতে বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার - আলোকিত খাগড়াছড়ি

পানছড়িতে বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে ৬৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর রাত ৫টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম সৈকত পাটোয়ারী (২৬)। তিনি পানছড়ির তালুকদার পাড়া এলাকার মৃত রফিক উল্যাহর সন্তান।
পুলিশ জানায়, পানছড়ি থানা এলাকায়  রাত্রীকালীন মোবাইল ডিউটি চলাকালীন পানছড়ি সদর ইউপির তালুকদার পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় এসআই (নিঃ) মুহাম্মদ ইয়াছিন এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামী সৈকত পাটোয়ারী(২৬) এর নিজ বসতঘর থেকে ৬৪০ পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় সৈকত পাটোয়ারী(২৬) কে গ্রেফতার করা হয়।
পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. হারুনুর রশিদ বলেন, ‘খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে এবং সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম এর সুদক্ষ নেতৃত্বে জেলায় বিশেষ অভিযান চলছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে সৈকত পাটোয়ারী (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ