1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
মো. আবদুর রউফ:
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে এবং দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দীঘিনালার হাচিনসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারের প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্ণেল এস এম মাহফুজ মান্নান সুমন। এসময় এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম এ মোমেন শিহাব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হাচিনসনপুর ও মুসলিম পাড়া এলাকার ৪ শতাধিক পাহাড়ি-বাঙ্গালী জনসাধারণের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণকৃত এসব শীতবস্ত্রের মধ্যে কম্বল, সোয়েটার, ব্লেজার ও জ্যাকেট ছিল।
উত্তর হাচিনসনপুর এলাকার বাসিন্দা হরমুজ আলী বলেন, ‘কয়েকদিন ধরে শীতে কষ্ট হচ্ছিল। আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা শীতবস্ত্র পেয়েছি। আমার অনেক উপকার হয়েছে। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।’
শীতবস্ত্র পেয়ে দক্ষিণ হাচিনসনপুর এলাকার বাবুধন চাকমা বলেন, ‘শীতকাল চলে এসেছে। রাতে এবং ভোরে খুব শীত লাগে। এছাড়া ভোরে জমিনে যাওয়ার সময় শীতে শরীর ঠান্ডা হয়ে যায়। আজ সেনাবাহিনী আমাকে একটা কম্বল দিয়েছে। এখন শীত অনেকটা লাঘব হবে। আমি অনেক খুশি।’
দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারের প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্ণেল এস এম মাহফুজ মান্নান সুমন বলেন, ‘কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশমাতৃকার সেবায় সর্বদা নিয়োজিত থাকে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টার এর আয়োজনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ