1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন - আলোকিত খাগড়াছড়ি

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

  • প্রকাশিতঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯ বার পড়া হয়েছে
মো. আবদুর রউফ:
খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ পালিত হয়েছে। ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে-দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ স্লোগানকে ধারণ করে খাগড়াছড়িতে এ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস- ২০২৩ উপলক্ষে ফেস্টুন উড়াচ্ছেন অতিথিবৃন্দ।
শনিবার (৯ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সচেতন নাগরিক কমিটির যৌথ আয়োজনে খাগড়াছড়ি টাউন হলে সকাল সাড়ে ৯টা থেকে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন, ফেস্টুন উড়ানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
মঞ্চে উপবিষ্ট আগত অতিথি বৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগ, দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, সহকারী কমিশনার মো. আতিকুর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া। এছাড়াও টিআইবি, সনাক, স্বজন, ইয়েস সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক এবং বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখছেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘দুর্নীতি বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। দুর্নীতি নিয়ে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। দুর্নীতির ফলে দেশের সাধারন জনগণ হয়রানির শিকার হচ্ছে। তিনি আরও বলেন, ‘দুর্নীতিমুক্ত করতে হলে সর্বপ্রথম পরিবার থেকে দুর্নীতিমুক্ত করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। আগে আমরা নিজেকে বদলাতে হবে তারপর সমাজকে। এভাবে একদিন দেশ দুর্নীতিমুক্ত হবে।’
বক্তব্য রাখছেন দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন।
দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন বলেন, ‘দুর্নীতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যার ফলে মারাত্মকভাবে সাধারণ জনগন হয়রানির শিকার হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে সাধারণ জনগন, গণমাধ্যম ও বেসরকারি সংগঠন যাতে সোচ্চার ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগন ঐক্যবদ্ধতা হয়ে রুখে দাঁড়াতে হবে। বর্তমানে দুর্নীতি রোধ করার জন্য দুদক এর পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নিরলসভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করার লক্ষে জনসাধারণের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।’
অনুষ্ঠান সঞ্চালনা করছে খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ