1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৪ ইউপিডিএফ কর্মী নিহত - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৪ ইউপিডিএফ কর্মী নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৪জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা সবাই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপ এর সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় আরও ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ইউপিডিএফের জেলা সমন্বয়কারী অংগ্য মারমা।
সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রার সাড়ে ১০ টার দিকে পানছড়ির লোগাং এলাকার অনিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইউপিডিএফ সদস্য রহিন ত্রিপুরা, ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির সাবেক কেন্দ্ৰীয় সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম নেতা লিটন চাকমা।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। তিনি এই ঘটনার জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক) কে দায়ী করেছেন। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। ইউপিডিএফ গণতান্ত্রিকের সভাপতি শ্যামল চাকমা বলেন, ‘এ ঘটনায় আমাদের সংগঠনের কোন সম্পৃক্ততা নেই। পাহাড়ে আরও সংগঠন রয়েছে। তারা এই ঘটনা ঘটাতে পারে।’
নিহতদের মধ্যে বিপুল চাকমার বাড়ি চেঙ্গী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের করল্যাছড়ি বুদ্ধধন পাড়ায়। সুনীল ত্রিপুরার বাড়ি মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের সুরেন্দ্র রোয়াজা হেডম্যান পাড়ায়। লিটন চাকমার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের দ্রোনচার্য্য কার্বারি পাড়ায় আর রুহিন বিকাশের বাড়ি ত্রিপুরা পানছড়ির উপল্টাছড়ি ইনিয়নের পদ্মিনী পাড়ায়।
পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শফিউল আজম বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ৪জন নিহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ