1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পানছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ কর্মী উদ্ধার - আলোকিত খাগড়াছড়ি

পানছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ কর্মী উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ (প্রসীত) কর্মীকে উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত পানছড়ির তারাবনছড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি জুম ঘরে বাধা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এর আগে নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায় অপহরণকারীরা।
উদ্ধার করা ইউপিডিএফ কর্মীরা হলেন, হরি কমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতিদত্ত চাকমা। তবে তাদের কারা অপহরণ করেছিল সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
অপহৃতদের উদ্ধার করে রাতেই পানছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে নিরাপত্তাবাহিনী। এরপর আজ শুক্রবার আদালতের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদেরকে পরিবার পরিজনের নিকট হস্তান্তর করা হবে।
এর আগে গত সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পানছড়ির লোগাং ইউপির অনিল পাড়ায় হামলা চালিয়ে ৪ ইউপিডিএফ কর্মীকে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় ৩ ইউপিডিএফ কর্মীকেও অপহরণ করে নিয়ে যায় তারা। এ ঘটনায় ইউপিডিএফ প্রসীত গ্রুপ ইউপিডিএফ গণতান্ত্রিককে দুষলেও ইউপিডিএফ গণতান্ত্রিক তা অস্বীকার করেছেন। ইউপিডিএফ গণতান্ত্রিক বলছেন, এ ঘটনায় তাদের কোন সংশ্লিষ্টতা নেই। অন্য কোন সংগঠন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবী জানিয়েছে সংগঠনটি।
পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শফিউল আজম বলেন, ‘অপহৃত ৩ ইউপিডিএফ কর্মীকে উদ্ধার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনিপদক্ষেপ চলমান রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ