1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, চলছে নির্বাচনী প্রচারণা - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, চলছে নির্বাচনী প্রচারণা

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
নিজস্ব প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ২৯৮ নং খাগড়াছড়ি আসন থেকে চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ির এই ৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা), তৃণমুল বিএনপির উশেপ্রু মারমা (সোনালী আঁশ), জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা (লাঙ্গল) এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো: মোস্তফা (আম)।
প্রতীক বরাদ্দ পেয়ে ইতোমধ্যে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। তাদের নির্বাচনি প্রচারণা চলবে আজ ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি রোববার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় (২৯৮) আসনে মোট ভোটার- ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১ বলে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
এর আগে গত নভেম্বর মাসে মনোনয়ন ফরম জমা দেন ৭ প্রার্থী। এরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপির প্রার্থী গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা, জাকের পার্টির মো. হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তফা এবং বাংলাদেশ কংগ্রেস এর মো. হাবিবুর রহমান।
এর মধ্যে যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা এবং বাংলাদেশ কংগ্রেস এর মো. হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল হয়। বৈধতা পায় ৫ প্রার্থী। এরমধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ হোসেন। বর্তমানে চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ