1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
চিকিৎসকের গাড়ি দুর্ঘটনায় জীবন হারালেন টমটম চালক - আলোকিত খাগড়াছড়ি

চিকিৎসকের গাড়ি দুর্ঘটনায় জীবন হারালেন টমটম চালক

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজেন্দ্র ত্রিপুরার বেপরোয়া গতিতে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এক টমটম চালক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চিকিৎসক। নিহত টমটম চালকের নাম সুশান্ত চাকমা (৫০)। সে পানছড়ি সদরের পোড়াবাড়ি এলাকার বিক্রম সেন চাকমার ছেলে।
সোমবার (২৫( ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলার পানছড়ি বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত ব্যক্তির টমটম দুমড়েমুচড়ে যায়।
দূর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে অটোরিকশা টমটম।
দুর্ঘটনার খবর পেয়ে পানছড়ি ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক টমটম চালককে মৃত ঘোষণা করেন। উদ্ধারকারীরা জানিয়েছেন তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছেন। উদ্ধারের সময় তার শরীর থেকে মদের গন্ধ পাওয়া যাচ্ছিলো। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে ওই চিকিৎসকের ডোপ টেস্টসহ গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ডা. রাজেন্দ্র ত্রিপুরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডা রাজেন্দ্র ত্রিপুরা পানছড়ির একটি এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন করে দ্রুত গতিতে ফিরছিলেন। তখন তার গাড়ির স্পীড ছিল প্রায় ৭০-৮০। এ অবস্থায় পানছড়ি বাসটার্মিনাল এলাকায় পৌঁছলে তিনি একটি টমটমকে ধাক্কা দেন। এ ঘটনায় টমটম দুমড়েমুচড়ে যায় এবং চালক নিহত হন। চিকিৎসকের গাড়ি দূর্ঘটনায় টমটম চালক নিহতের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শফিউল আজম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে যদি মামলা করা হয় তবে তদন্ত সাপেক্ষে ওই চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ রয়েছে এর আগে ডা. রাজেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে গাড়ি দুর্ঘটনায় হতাহতের একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কোন আইনিপদক্ষেপ নেয়নি কেউ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ