1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড়ে ১৩শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - আলোকিত খাগড়াছড়ি

রামগড়ে ১৩শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ১৩শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রামগড় বাজারস্থ উপজেলার গণপাঠাগার এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. আফছার(২২)। সে চট্টগ্রামের ভুজপুর থানার দাঁতমারা ইউপির মো. হানিফ এর সন্তান।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম-বার এর নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রামগড় থানায় কর্মরত এসআই(নি.) মহসিন মস্তোফা, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ রামগড় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রামগড় বাজারস্থ উপজেলার গণপাঠাগার এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে ইয়াবাসহ আটক করা হয়।
মূলত একটি দেশের আর্থিক ও সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বড় কারন মাদক ও চোরাকারবারি। এই মাদক ও চোরাকারবারির সাথে জড়িত অপরাধীদের দমনের জন্য এবং অত্র খাগড়াছড়ি জেলার সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম-বার।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, ‘জেলার অভ্যন্তরীন আইন শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করা হয়েছে। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরন্তরভারে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ১,৩০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রামগড় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যবসায়ী এবং চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ