1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে মৃত ছাগলের মাংস বিক্রির প্রাক্কালে ব্যবসায়ীকে জরিমানা - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে মৃত ছাগলের মাংস বিক্রির প্রাক্কালে ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি মাংস বাজারে মরা ছাগল জবাই করে মাংস বিক্রির প্রাক্কালে এক মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযুক্ত মাংস ব্যবসায়ীর নাম ওয়াসিম। সে খাগড়াছড়ি পৌরসভার মুসলিম পাড়া এলাকার ইয়াকুব আলীর সন্তান।
মঙ্গলবার (২ জানুয়ারি) খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এসময় খাগড়াছড়ি ভেটানারী সার্জন ডা. মো. সিরাজ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা কারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন বলেন, ‘মরা ছাগল জবাই করার অভিযোগ শুনে আমরা বাজারে অভিযান চালাই। এসময় মাংস কাটার আগে আমরা ছাগলটিকে জব্দ করতে সক্ষম হই। এ ঘটনায় অভিযুক্ত মাংস ব্যবসায়ীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে তাকে এ কাজ আর না করতে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ