1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি আসনে ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি আসনে ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ আসনে ১৯৬টি কেন্দ্রে একযোগে ভোট অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্র ছাড়া প্রায় সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের ভোট বর্জনে দুর্গম এলাকার কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। এদিকে পানছড়ি উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে ৪ যুবকের ৬ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সব মিলিয়ে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ। ইতোমধ্যে কিছু কেন্দ্রের ফলাফলও প্রকাশ করা হয়েছে বেসরকারিভাবে।
তবে পুরো জেলার সকল কেন্দ্রের ফলাফল এখনো পাওয়া যায়নি। বেসরকারিভাবে ফলাফলে এগিয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের কুজেন্দ্র লাল ত্রিপুরা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে রয়েছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকের মিথিলা রোয়াজা।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খাগড়াছড়ির ১৯৬টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি আসনে এবার ৪জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা), তৃণমুল বিএনপির উশেপ্রু মারমা (সোনালী আঁশ), জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা (লাঙ্গল) এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো: মোস্তফা (আম)। এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ১৫ হাজার ৪১৯জন।
এবার ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ’র মাধ্যমে আসনভিত্তিক ভোটের তথ্য জানাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সব ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ