1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড়ে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - আলোকিত খাগড়াছড়ি

রামগড়ে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় থানায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের সুকেন্দ্রাই পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. এনাম(৩০) সে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার দাঁতমারা ইউপির মো. মকবুল আহাম্মদ এর সন্তান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানাধীন রামগড় পৌরসভার ২নং ওয়ার্ড সুকেন্দ্রাই পাড়া সাকিনস্থ উপজেলা লেকের সাদা বিজ্রের উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়।
রামগড় থানার ওসি (তদন্ত) ফখরুল ইসলাম বলেন, ‘খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে এবং সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম এর সুদক্ষ নেতৃত্বে জেলায় বিশেষ অভিযান চলছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে মো. এনাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু হয়েছে।’
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘খাগড়াছাড় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এবং খাগড়াছড়ি জেলার সম্মানিত নাগারিকদের একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ উপহার দিতে চাই। এ লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ নিরন্তরভাবে আইনগত কর্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আমরা খাগড়াছড়ি জেলায় মাল্টিলেয়ার নিরাপত্তা ব্যবস্থাসহ, চেকপোষ্ট, গোয়েন্দা নজরদারি, সাইবার পেট্রোলিং ও বিশেষ অভিযান অত্যন্ত সুকৌশলে পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ