1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে ১৫ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ১জনকে আটক করেছে পুলিশ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ১৫ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ১জনকে আটক করেছে পুলিশ

  • প্রকাশিতঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৫ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সিগারেট চোরাচালানের সাথে জড়িত এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত অবৈধ সিগারেট ব্যবসায়ীর নাম বিমল চাকমা (৪১)। সে পানছড়ি উপজেলার লোগাং ইউপির চান্দি টিলা এলাকার ভূবন্তু চাকমার সন্তান।
বুধবার (৭ ফেব্রুয়ারী) খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুক্তা ধর। তিনি বলেন, মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ সিগারেট জব্দ এবং একজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার সদর থানার একটি চৌকস টিম এবং পানছড়ি থানার একটি চৌকস টিম মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিদেশী ব্র্যান্ডের সিগারেট জব্দ করে এবং ১ জন আসামী কে আটক করে। উভয় থানায় পৃথক পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
উদ্ধারকৃত সিগারেটের মধ্যে সদর থানা সাতটি বস্তায় ভর্তি বিদেশী MOND GREEN APPLE ব্রান্ডের ৪৩০ কার্টুন সিগারেট এবং MOND STRAWBERRY ব্রান্ডের ৯০ কার্টুন সিগারেট জব্দ করে। এ ঘটনায় পানছড়ি থানা পুলিশ ১৫০ কার্টুন ORIS PREMIUM QUALITY BLEND ব্র্যান্ডের বিদেশী সিগারেট জব্দ করে। সিগারেট চোরাচালানের ঘটনায় জড়িত বিমল চাকমা (৪১) নামে একজনকে আটক করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘জেলার অভ্যন্তরীন আইন শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করা হয়েছে। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৫ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিগারেট চোরাচালানের সাথে জড়িত এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। খাগড়াছড়ি সদর এবং পানছড়ি উভয় থানায় পৃথক পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে রিমান্ডে এনে জড়িতদের খোঁজে বের করা হবে বলে জানান তিনি।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ