1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশী সিগারেটসহ গ্রেফতার ১ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশী সিগারেটসহ গ্রেফতার ১

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
নিজস্ব প্রতিনিধি:
শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ১ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আসামীর নাম তনয় চাকমা (২৭)। সে ভাইবোনছড়া ইউপির চিত্তরঞ্জনপাড়া গ্রামের বরেন্দ্র চাকমার সন্তান।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির বিপরীত পাশে মাসুদের চায়ের দোকানের সামনে থেকে সিগারেটসহ তনয় চাকমাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার সদর থানাধীন ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ফেব্রুয়ারী ৫নং ভাইবোনছড়া ইউপিস্থ ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির বিপরীত পাশে মাসুদের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর আসামী তনয় চাকমা (২৭)কে দাড়াতে বললে সে একটি সবুজ রংয়ের ব্যাটারী চালিত ইজিবাইক/টমটম নিয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
এসময় অভিযুক্ত ব্যাক্তির দেহ ও টমটম তল্লাশীকালে টমটমের ছাদের পর্দার নিচে রক্ষিত সারিবদ্ধভাবে ১৯১ কার্টুন সিলভার নানো অরিস ব্র্যান্ডের বিদেশী সিগারেট জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। সিগারেট জব্দ করার পর জিজ্ঞাসাবাদ করলে গ্রেফতারকৃত আসামী তনয় চাকমা (২৭) কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি এবং কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। সে জানায়, জব্দকৃত সিগারেটের প্যাকেটগুলো সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাৎক্ষণিক উক্ত সিগারেটের প্যাকেটগুলো সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। বর্ণিত ঘটনার বিষয়ে আসামীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘জেলার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিগারেট চোরাচালানের সাথে জড়িত এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানায় ১টি মামলা রুজু করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ