1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বই আলোকিত মানুষ গড়ে তুলতে সাহায্য করে; এসপি মুক্তা ধর - আলোকিত খাগড়াছড়ি

বই আলোকিত মানুষ গড়ে তুলতে সাহায্য করে; এসপি মুক্তা ধর

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
মো. আবদুর রউফ:
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘বই আলোকিত মানুষ গড়ে তুলতে সাহায্য করে। সভ্য জাতি হিসেবে গড়ে উঠতে হলে বই পড়ার বিকল্প নেই। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং থেকে দূরে রাখতে হলে আমাদের অবশ্যই বই পড়তে হবে। অনলাইন প্লাটফর্ম, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো থেকে আমাদের দূরে সরে আসতে হবে।’
রবিবার (১৮ ফেব্রুয়ারী) অমর ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক আয়োজিত খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলে বই পাঠ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘বই মানুষের এমন একবন্ধু যে কখনো মানুষকে ধোকা দেয়না। বই মানুষের মনকে উজ্জীবিত করে। জ্ঞানী মানুষ হিসেবে গড়ে উঠতেও বইয়ের ভূমিকা অপরিসীম। তাই সকল শিক্ষার্থীদের বেশি করে বই পড়ার গুরুত্বারোপ করেন তিনি।
খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিক উদ্দিন, সহকারী পুলিশ সুপার মুমিত রায়হান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরি কর্মকর্তা আজিম উদ্দিন এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
বই পাঠ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিত বই পড়তে দেওয়া হয়। বই পড়া শেষে তাদের প্রত্যেককে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এসময় অষ্টম ও নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। একইভাবে পুনাকের উদ্যোগে আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বই পাঠ উৎসব করার উদ্যোগ নেওয়া হয়েছে। সব শেষে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরষ্কারের ব্যবস্থা করেছে পুনাক।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ