1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
যেকোনো পন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা; পুলিশ সুপার - আলোকিত খাগড়াছড়ি

যেকোনো পন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা; পুলিশ সুপার

  • প্রকাশিতঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪
নিজস্ব প্রতিনিধি:
আরবি হিসাব অনুযায়ী আজ সন্ধ্যার পর থেকেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। এ পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে এবং ঈদ-উল-ফিতরে মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
সোমবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত পুলিশ সুপার তফিক উদ্দিন, সদর থানার অফিসার্স ইনচার্জ তানভীর হাসান, ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব, খাগড়াছড়ির বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। যেকোনো পন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রবণতা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহন করা হবে। অবৈধ মজুদদারি, সরবরাহের ক্ষেত্রে অপকৌশল অসাধু সিন্ডিকেট ইত্যাদির ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।
তিনি বলেন, পবিত্র রমজান মাসে মুসল্লীদের সুষ্ঠুভাবে ইবাদত করার নিমিত্তে মসজিদ সমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে জনসাধারণের চলাচল বৃদ্ধির আশংকা রয়েছে তা রোধ কল্পে প্রয়োজনীয় সংখ্যক চেকপোষ্ট স্থাপনসহ সকল নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবহন সেক্টরের বিষয়ে তিনি বলেন, ঈদ-উল ফিতরের আগে ও পরে বাস টার্মিনালে পরিবহণ ভাড়া বৃদ্ধি করা যাবেনা। কেউ অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করে যেন যাত্রী হয়রানী করতে না পারে সে বিষয়ে সার্বক্ষনিক মনিটরিং করার পাশাপাশি আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়কপথে ডাকাতি ও চাঁদাবাজি রোধকল্পে নৈশকালীন পাহারা এবং পুলিশি টহল বৃদ্ধি করা হবে বলে জানান পুলিশ সুপার।
এছাড়াও পকেটমার, মলমপার্টি, অজ্ঞান পার্টির অপতৎপরতা রোধে বাস টার্মিনালসহ সম্ভাব্য স্থানে পোশাকে এবং সাদা পোশাকে বিশেষ টীম নিয়োজিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ